spot_img

লিগ ওয়ান: নিসের কাছে হার, ‘অপরাজিত চ্যাম্পিয়ন’ হওয়া হলো না পিএসজির

অবশ্যই পরুন

ফ্রেঞ্চ লিগ ওয়ানে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে নিস। ম্যাচে নিসের হয়ে জোড়া গোল করেন সানসন। চলতি মৌসুমে এটিই পিএসজির প্রথম হার।

শুক্রবার (২৬ এপ্রিল) পার্ক দে প্রিন্সেসে নিসকে আতিথ্য দেয় লুইস এনরিখের দল।

চলতি মৌসুমের লিগ শিরোপা আগেই নিশ্চিত হয়েছে পিএসজির। তবুও সেরা শক্তির দল নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। ম্যাচের ৩৪তম মিনিটে মর্গান সানসনের গোলে লিড নেয় নিস। তবে ৪১ মিনিটে পিএসজির হয়ে গোল পরিশোধ করেন ফেবিয়ার রুইস। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আবারও লিড নেয় অতিথিরা। দ্বিতীয়ার্ধের এক মিনিট পরেই সানসনের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় নিস।

ম্যাচের ৭০তম মিনিটে ইউসুফ এনদায়িসিমিয়ে স্কোর শিটে নাম তুললে ব্যবধান আরও বাড়িয়ে নেয় নিস। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

উল্লেখ্য, ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পিএসজি, সমান সংখ্যক ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে নিস।

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন নরওয়ের প্রতিমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নরওয়ের প্রতিমন্ত্রী। মঙ্গলবার (২০ মে) নরওয়ে সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী স্তিনে রেনাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ