সিলেট টেস্টে নড়বড়ে ব্যাটিংয়ের পরেও ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৪ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টির বাগড়ায় তিন ঘণ্টা দেরিতে, দুপুর ১টায় শুরু হয় দিনের খেলা। আগের দিনের ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং শুরু করেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। বৃষ্টি-বিঘ্নিত কন্ডিশনে দলীয় ৭৩ রানে, ৩৩ রান করা জয়কে ফেরান মুজারাবানি।
আশা দেখিয়ে ৪৭ রান করে ফেরেন মুমিনুল। এবারও ব্যাট হাতে ব্যর্থ মুশফিকুর রহিম। এরই মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। বোর্ডে শান্ত-জাকের আলীর জুটি ৩৯ রান যোগ করার পর আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয়। শান্ত ৬০ ও জাকের অপরাজিত আছেন ২১ রানে।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে ২৭৩ রান করে জিম্বাবুয়ে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল স্বাগতিকরা।