spot_img

চলে গেলেন কিংবদন্তি আর্জেন্টাইন গোলরক্ষক

অবশ্যই পরুন

আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক ও জাতীয় দলের সাবেক তারকা হুগো ওরল্যান্ডো গাত্তি আর নেই। গতকাল রোববার (২০ এপ্রিল) ৮০ বছর বয়সে মারা যান তিনি। মার্কিন ম্যাগাজিন ব্যারন্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবদনটিতে বলা হয়, গত দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গাত্তি। কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও পরবর্তীতে তার নিউমোনিয়া, কিডনি ও হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তার পরিবার তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।

ব্যতিক্রমী খেলার ধরণে জন্য ‘এল লোকো’ বা ‘পাগল’ নামে পরিচিত ছিলেন গাত্তি। তিনি আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডধারী। মোট ৭৬৫টি ম্যাচ খেলেছেন তিনি। তিনি এক অনন্য গোলরক্ষক ছিলেন ১৯৬২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দীর্ঘ ২৬ বছর।

সর্বশেষ সংবাদ

দেশে আবারও স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক লাফে ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ