spot_img

ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের ১৪৭টিতে একমত খেলাফত মজলিস

অবশ্যই পরুন

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দল। যেখানে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭টি প্রস্তাবে একমত হয়েছে খেলাফত মজলিস। দ্বিমত পোষন করেছে ১৫টি প্রস্তাবে আর আংশিক একমত ৪টি প্রস্তাবে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় দলটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আসেন। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ’সহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দলটি সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ জানান, সংবিধানের মূল নীতি থেকে বহুত্ববাদ শব্দ বাদের বিষয়ে জোর প্রস্তাব্ করেছি। এর বদলে ‘বহু মত’ ব্যবহার করা যেতে পারে। প্রাদেশিক সরকারের বিষয়েও দ্বিমত প্রকাশ করেন তারা। এছাড়া স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিশ।

নির্বাচন ইস্যুতে দলটির পক্ষ থেকে জানানো হয়, ফ্যাসিস্ট সরকারে যারা দোষী, তাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার আগে দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন চায় না তারা। আর নাগরিক কমিটিতে ছাত্রদের রাখা নিয়ে দ্বিমত পোষণ করা হয়েছিলো বলেও জানান তারা। কারণ এতে তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটবে বলে উল্লেখ করেন তারা।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের আহ্বান

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। আজ সোমবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ