spot_img

‘এই সপ্তাহেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি, তারপর প্রচুর রোজগার’

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তি হয়ে যাবে। তিনি এ নিয়ে আশাবাদী। অবশ্য কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি।

সোমবার (২১ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু ও ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে শুধু এই আশার কথা জানিয়ে বলেন, তারপর দুই দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুরু করবে এবং প্রচুর অর্থ রোজগার করে সমৃদ্ধশালী হবে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল। তারপর থেকে যুদ্ধ চলছে।

ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে।

গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ঘোষণা করেন, ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে। তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লংঘনের অভিযোগ করেছে।

কিয়েভের কম্যান্ডার ইন চিফ সিরস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেও ড্রোন আক্রমণ করেছে এবং গোলা ফেলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো অন্তত দুই হাজার বার যুদ্ধবিরতি লংঘন করেছে।

রাশিয়া জানিয়েছে, তারা প্রত্যাঘাত করেছে। প্রথমে আক্রমণ করেছে ইউক্রেনই। একই যুক্তি দিয়েছে ইউক্রেনও।

সর্বশেষ সংবাদ

সবার জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে রেলওয়ে হাসপাতাল

বাংলাদেশ রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ সারাদেশে রেলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ