spot_img

আবারও আল্লুর নায়িকা পূজা!

অবশ্যই পরুন

দক্ষীণি অভিনেতা আল্লু অর্জুন ও পূজা হেগড়ের রসায়ন দর্শকদের মন কেড়েছিলো। রোমান্টিক কমেডি ঘরানার ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’ সিনেমাটি দারুণ ব্যবসাও করেছিলো। পূজা হেগড়ে আবারও আল্লুর সঙ্গে কাজ করা প্রসঙ্গে কথা বলেছেন।

সম্প্রতি আল্লুর সঙ্গে কাজ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন নয়, যদি ভালো গল্প, চরিত্র এবং উপযুক্ত সুযোগ থাকে, তবে অবশ্যই আবার একসাথে কাজ করতে পারি।’

বর্তমানে, পূজা হেগড়ে তার আসন্ন তামিল সিনেমা ‘রেট্রো’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি ১ মে মুক্তি পাবে। এছাড়া তিনি থালাপতি বিজয়ের সাথে ‘জানা নায়াগান’ সিনেমায় কাজ করছেন। যা বিজয়ের শেষ সিনেমা হতে পারে।

অন্যদিকে আল্লু অর্জুন তার পরবর্তী সিনেমা ‘এএ২২xএ৬’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি অ্যাটলি পরিচালিত একটি সুপারহিরো থ্রিলার হতে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

সবার জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে রেলওয়ে হাসপাতাল

বাংলাদেশ রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ সারাদেশে রেলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ