spot_img

গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

অবশ্যই পরুন

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস কর্তৃক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর গাজায় অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, “ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।” খবর আল জাজিরা ও রয়টার্স।

শনিবার (১৯ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, “যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে, তখন আমাদের বিকল্প নেই। সেনাবাহিনীকে গাজায় হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছি।”

এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজায় বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু শনিবারের হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান সহিংসতায় এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং লক্ষাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

এএফপি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত গাজার প্রায় ১৮৫ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে, যা উপত্যকার মোট ভূখণ্ডের প্রায় ৫০ শতাংশ।

ইসরায়েল গাজার ভেতরে তিনটি করিডর—ফিলাডেলফি, মোরাগ ও নেতজারিম—স্থাপন করেছে, যা গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে। এসব অঞ্চলকে ‘নিরাপত্তা এলাকা’ হিসেবে চিহ্নিত করছে ইসরায়েল।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। রোববার বিকেলে অধ্যাপক ড. তোফায়েল আহমেদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ