স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। যোগ করা সময়ে রাফিনহার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে লিগ শিরোপার রেসে ভালোভাবেই এগিয়ে থাকলো ফ্লিকের দল।
শনিবার (১৯ এপ্রিল) লুইস কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামে সেল্টা ভিগোকে আতিথ্য দেয় বার্সেলোনা।
ম্যাচের শুরুতেই লিড নেয় কাতালানরা। ১২তম মিনিটে স্বাগতিক হয়ে প্রথম গোল করেন ফেরান তোরেস। এরপরই, শুরু হয় সেল্টা ভিগোর আক্রমণ। বার্সার গোলরক্ষক শেজনির ভুল কাজে লাগিয়ে প্রথমে গোল শোধ দেন ইগলেসিয়াস। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর খেই হারায় বার্সা। ফ্রেংকি ডি ইয়ংয়ের ভুলে আরও একটি সুযোগ পান ইগলেসিয়াস। ম্যাচের ৬২তম মিনিটে ইগলেসিয়াসের হ্যাটট্রিকে চাপে পড়ে বার্সা।
দুই মিনিট পর ওলমোর গোলে ব্যবধান কমায় কাতালানরা। ফ্লিকের দল সমতায় ফেরে রাফিনিয়ার গোলে। শেষ মুহূর্তে ওলমো নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হলে, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চাপের মুহূর্তে দায়িত্ব নেন রাফিনহা এবং সফল স্পটকিকে নিশ্চিত করেন ৪-৩ গোলের জয়।
এই জয়ে ৭ পয়েন্টের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ৩২ ম্যাচে বার্সার ৭৩ পয়েন্টের বিপরীতে এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৬। অপরদিকে, ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।