spot_img

যুদ্ধ বন্ধে যা করতে প্রস্তুত হামাস, জুড়ে দিলো শর্তও

অবশ্যই পরুন

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, তারা গাজা যুদ্ধের একটি সমাপ্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে চায়। দলটির শীর্ষ নেতা খালিল আল-হাইয়া স্পষ্টভাবে জানান, তারা আর কোনো অন্তর্বর্তী চুক্তি মেনে নেবে না।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এক টেলিভিশন ভাষণে হামাসের গাজা প্রধান ও আলোচক দলের নেতা হাইয়া বলেন, তারা এখন ‘সম্পূর্ণ প্যাকেজ আলোচনায়’ অংশ নিতে প্রস্তুত—যার মাধ্যমে যুদ্ধ বন্ধ, বন্দি বিনিময় এবং গাজা পুনর্গঠন একসাথে আলোচনার বিষয় হবে।

তিনি বলেন, ‘নেতানিয়াহু ও তার সরকার অন্তর্বর্তী চুক্তিকে রাজনৈতিক উদ্দেশ্য আড়াল করতে ব্যবহার করছে, যার পেছনে রয়েছে ধ্বংস ও ক্ষুধার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। এমনকি যদি তাদের বন্দিরাও এর জন্য বলি হয়, তবুও তারা পিছপা হয় না। আমরা এই নীতির অংশ হব না।’

জানুয়ারির যুদ্ধবিরতির পর মিসর মধ্যস্থতার চেষ্টা চালিয়ে গেলেও এখনও তেমন কোনো অগ্রগতি হয়নি। হামাস ও ইসরায়েল একে অপরকে দোষারোপ করছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস হিউইট বলেন, ‘হামাস প্রমাণ করেছে তারা শান্তিতে নয়, সহিংসতায় আগ্রহী। ট্রাম্প প্রশাসনের শর্ত এখনো পরিবর্তিত হয়নি: জিম্মিদের ছেড়ে দাও, নয়তো পরিণতির জন্য প্রস্তুত থাকো।’

সোমবার কায়রোতে সর্বশেষ আলোচনাও অচল অবস্থায় শেষ হয়েছে। ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যাতে জিম্মি মুক্তির পাশাপাশি যুদ্ধ অবসান নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হতে পারে। তবে হামাস জানিয়ে দিয়েছে, তারা অস্ত্র জমা দেওয়া শর্তে রাজি নয়।

গত জানুয়ারিতে হামাস ৩৮ জন জিম্মিকে ছেড়ে দিয়েছিল। কিন্তু মার্চে, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল আবার গাজায় হামলা শুরু করে। ইসরায়েল বলছে, বাকি ৫৯ জন জিম্মি মুক্তি না পাওয়া এবং গাজা সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কেবল যুদ্ধের শেষ শর্তে জিম্মিদের মুক্তি দেবে এবং অস্ত্র জমা দেওয়া তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ সংবাদ

রেকর্ড গড়ে তৃতীয়বার বর্ষসেরা সালাহ

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে লিভারপুল। অলরেডসদের এই কীর্তি গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ সালাহ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ