spot_img

ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

অবশ্যই পরুন

পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান পাকিস্তানের পররাষ্ট্রসচিবকে স্বাগত জানান।

দেড় দশক পর আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে বাংলাদেশ। ২০১০ সালের পর আনুষ্ঠানিকভাবে দুই দেশের পররাষ্ট্র সচিব বৈঠকে বসতে যাচ্ছেন। সেই বৈঠকে ডিপ ফ্রিজে চলে যাওয়া সম্পর্কের অমীমাংসিত সব বিষয়ই আলোচনা করতে চায় ঢাকা।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে গতি আসে। গত আগস্টেই প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সাক্ষাৎ করেন। অন্যদিকে, জাতিসংঘ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। সেসময় প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ শরিফ।

সর্বশেষ সংবাদ

আচমকা ফুটবল মাঠে আছড়ে পড়লো বিমান, হতভম্ব সবাই! (ভিডিও)

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরের একটি পার্কের ফুটবল মাঠে জরুরি অবতরণ করতে গিয়ে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ