spot_img

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন, যা বললেন ফারুকী

অবশ্যই পরুন

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ দায়ী– এমন ইঙ্গিত করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ওরা জানে না, বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল)  রাতের কোনো এক সময় মানিকগঞ্জে তার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। তার একটি ঘর পুড়ে গেছে। এ নিয়ে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দেন সংস্কৃতি উপদেষ্টা।

উপদেষ্টা ফারুকী লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে, তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।’

তিনি লেখেন, ‘গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী  মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকানি দিচ্ছিল, তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’! এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।’

উপদেষ্টা ফারুকী লেখেন, ‘পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভুতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে, বাংলাদেশের বাংলাদেশের জনগনের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’

সর্বশেষ সংবাদ

নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ