spot_img

পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮

অবশ্যই পরুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় কমপক্ষে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রদেশটির মাসতুং জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। হামলায় আহত হন আরও ১৮ জন। যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, তাদের একটি গাড়ি লক্ষ্য করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হয় বোমা বিস্ফোরণ। আহতদের তৎক্ষণাৎ বোলান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এখনো হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সম্প্রতি বেলুচিস্তানে ৪ শতাধিক যাত্রীসহ একটি ট্রেন জিম্মি করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি।

সর্বশেষ সংবাদ

২০৪৫ সালের মধ্যে সম্পদের ৯৯% দান করবেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, তিনি তাঁর সম্পদের ৯৯ শতাংশ আগামী ২০ বছরের মধ্যে দান করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ