spot_img

নারী বিশ্বকাপ বাছাই: স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

অবশ্যই পরুন

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষেও জয় পেয়েছে বাংলাদেশ। টানা তিন জয়ে বিশ্বকাপের দিকে আরও একধাপ এগিয়ে গেলো নিগার সুলতানা জ্যোতির দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে শীর্ষে উঠে এসেছে নিগার সুলতানার দল।

এদিন টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওপেনিং জুটি না জমলেও ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার সুপ্তা ১০৩ রান যোগ করেন। শারমিন ফিরে যান ৭৯ বলে ৫৭ রান করে। সাতটি চার মারেন তিনি।

পরেই আউট হন ফারজানা। তার ব্যাট থেকে ৮৪ বলে ৫৭ রানের ইনিংস আসে। ছয়টি চারের শট মারেন এই ওপেনার। এরপর নিগার সুলতানা ঝড়ো ব্যাটিংয়ে দলের রান বড় করেন। উইকেটরক্ষক এই ব্যাটার ৫৯ বলে ৮৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট ১১টি চারের শট আসে। এছাড়া ঋতু মনি ১২ ও ফাহিমা খাতুন ২২ বলে ২৬ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নামা স্কটল্যান্ডের শুরু থেকে উইকেট নিতে থাকে বাংলাদেশ। ৩১ রানে তাদের ৩ উইকেট নিয়ে নেয়। ১০২ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ১১০ রানে সপ্তম উইকেট হারায় তারা।

সেখান থেকে আটে নামা স্কটল্যান্ডের হয়ে খেলা ভারতীয় বংশোদ্ভূত বাঙালী ক্রিকেটার প্রিয়ানাজ ও র‌্যাচেল ১১৫ রানের জুটি গড়েন। প্রিয়ানাজ ফিরে যান ৬৩ বলে সাত চারের শটে ৬১ রান করে। র‌্যাচেল হার না মানা ৬৩ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার ১০ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। জান্নাতুল নেন ২ উইকেট।

এ জয়ের মাধ্যমে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ। একইসঙ্গে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বল করল তারা। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে টাইগ্রেসদের।

সর্বশেষ সংবাদ

১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা

এশিয়ার মানুষের কাছে ভাত একটি সহজপাচ্য খাবার। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশেই ভাত ব্যাপকভাবে খেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ