spot_img

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আবারও চিঠি দেড়শ ইসরায়েলি সেনার

অবশ্যই পরুন

গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আবারও চিঠি পাঠিয়েছেন কমপক্ষে দেড়শো ইসরায়েলি সেনাসদস্য।

অবিলম্বে যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের ফেরত আনার দাবি জানিয়ে এ চিঠিতে সাক্ষর করেন আইডিএফের গোলানি ব্রিগেডের সদস্যরা। এর আগে গত সপ্তাহেও বিমানবাহিনীর ১ হাজার ও গোয়েন্দা বাহিনীর কয়েকশ সদস্য নেতানিয়াহু বরাবর যুদ্ধ বন্ধের দাবিতে চিঠি পাঠিয়েছেন। এর পাশাপাশি আলাদা একটি চিঠিতে সাক্ষর করে ২শ’ সামরিক চিকিৎসক।

খোদ সামরিক বাহিনীতেই জোড়ালো হচ্ছে যুদ্ধ বন্ধের দাবি। যাতে চাপ বাড়ছে ইসরায়েলি প্রশাসনের উপর। যদিও এ ধরনের চিঠিতে সাক্ষর করলেই বরখাস্ত করা হবে ইসরায়েলি সেনাদের। হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা-বিজিবি মোতায়েন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ