spot_img

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছালো

অবশ্যই পরুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছালো। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ মে দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। এ নিয়ে ১১৮বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৩০শে সেপ্টেম্বর এই হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‍্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ দল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে: জামাল ভূঁইয়া

ভারত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ সোমবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ