spot_img

সাতক্ষীরা সীমান্তে ২৩ লাখ টাকার হীরার গহনা উদ্ধার

অবশ্যই পরুন

সাতক্ষীরা সদরের শ্রীরামপুর ব্রিজ এলাকা থেকে প্রায় ২৩ লাখ টাকার হীরার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ভোমরা বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৯০ পিস হীরার নাকফুল উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, উদ্ধারকৃত হীরার গহনার মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা। উদ্ধার হওয়া হীরা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

আবদুল হামিদের দেশত্যাগ: তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ