spot_img

নেহা-টোনির সঙ্গে সম্পর্ক ভাঙলেন বোন সোনু!

অবশ্যই পরুন

সম্পর্কে বিচ্ছেদ একটি অহরহ ঘটনা বর্তমানে। বিনোদন জগতে সম্পর্ক ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। কিন্তু ভাই-বোন, পরিবারের সঙ্গে সম্পর্ক ছেদ করাও এখন নতুন ‘ট্রেন্ড’। এবার ভাই-বোনের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন নেহা কক্কর ও টোনি কক্করের বোন গায়িকা সোনু কক্কর।

সমাজমাধ্যমে লিখলেন, ‘ভাঙা মন নিয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, আমি আর দুই অতি গুণী নেহা কক্কর ও টোনি কক্করের বোন নই। আমার এই সিদ্ধান্ত এসেছে মনের অনেক বড় বেদনা থেকে। আমি আজ সত্যিই ভেঙে পড়েছি!’

সোনু কোক স্টুডিওতে বিশাল দাদলানির সাথে মাদারি ট্র্যাকে গলা মিলিয়ে পেয়েছিলেন পরিচিতি। সঙ্গে বোন নেহার সঙ্গেও জুটি বেঁধে কিছু গান গেয়েছেন তিনি। বেশ কিছু রিয়েলিটি শোয়ের বিচারকের আসনেও দেখা গিয়েছে সোনু কক্করকে। এদিকে, কিছুদিন আগেও তিন ভাই-বোনের মধুর স্মৃতি উপচে পড়েছে তাৎদের আড্ডায়, সাক্ষাৎকারে। যখনই তিন মাথা এক হয়েছেন, অতীত ফিরে দেখেছেন তারা। সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কখনও ভিডিয়ো ঝলকের মাধ্যমে, কখনও নানা ছবিতে। বহুবার সংবাদমাধ্যমে কথা বলতে গিয়েও বার বার তাঁরা পারস্পরিক মানসিক নির্ভরতার কথা জানিয়েছেন।

তার মাঝে সোনুর এই পোস্ট এখন চর্চা চলছে সমাজমাধ্যমে। যা উসকে দিচ্ছে আরমান মালিকের ভাই, গায়ক আমাল মালিকের পোস্ট। যেখানে তিনি বাবা-মা ডাবু মালিক এবং জ্যোতি মালিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে সব সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছিলেন। তারপর যদিও মুছে ফেলেছিলেন সেই পোস্ট। এক্ষেত্রেও শনিবার রাত পোহাতেই সোনু মুছে ফেলেছেন তার পোস্টটি।

১৯৭৯ সালে উত্তরাখণ্ডের ঋষিকেশে জন্মগ্রহণ করেন সোনু কক্কর। তিন ভাইবোনের পরিবারে তিনিই বড়। আর্থিক টানাপোড়েনের কারণে, ভাইবোনেরা গানগাইতেন জাগ্রাতায়। সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে চলত সংসার। ২০০৬ সালের ২০ ডিসেম্বর নীরজ শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনু। আপাতত তাঁর পোস্ট নিয়ে তুমুল চর্চা সোশ্যালে।

সূত্র- আজকাল ইন

সর্বশেষ সংবাদ

তরুণদের আরও বেশি রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনীতিতে যোগ না দিলে তরুণরা নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। তাই নিজেদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ