spot_img

ইরানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৮ জন পাকিস্তানি শ্রমিক নিহত

অবশ্যই পরুন

ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশে গতকাল শনিবার (১২ এপ্রিল) আটজন পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ইরানি দূতাবাস তীব্র নিন্দা জানিয়েছেন। দূতাবাস এই হামলাকে ‘অমানবিক ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে মেহারিস্তান জেলার একটি গ্রামে। নিহতরা সবাই পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা। তারা স্থানীয় একটি গাড়ির ওয়ার্কশপে ডেন্টিং, রঙ, পালিশ এবং মেরামতের কাজ করতেন।

এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বেলুচিস্তান ন্যাশনাল আর্মি (বিএনএ)। ইতোমধ্যে ইরানি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলা ইরান-পাকিস্তান বন্ধুত্বের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। ইতোমধ্যে, হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) রাতে হামলাকারীরা ওই ওয়ার্কশপে প্রবেশ করে এবং পাকিস্তানি কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ইরানি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। এখন পর্যন্ত নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন- দিলশাদ, তার ছেলে মুহাম্মদ নাঈম, জাফর, দানিশ ও নাসির।

সর্বশেষ সংবাদ

ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহত করতে হবে: জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহাড়ায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদেরকে প্রতিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ