spot_img

ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে আমাকে মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা: প্রেস সচিব

অবশ্যই পরুন

কিছু ইউটিউবার ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে আমাকে মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (১৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন, কিছু ইউটিউবার আমাকে ভারতীয় পত্রিকার সূত্র ধরে মিথ্যাবাদী হিসেবে উপস্থাপন করেছে। সেই ভারতীয় পত্রিকার উৎস কী? ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ কিছু সূত্র! আর এভাবেই ইউটিউবাররা তাদের স্ক্রিপ্ট তৈরি করে!

শফিকুল আলম লেখেন, যদি ভারতীয় পত্রিকাগুলোর উপর ভিত্তি করে প্রায়ই যারা বাংলাদেশের ব্যাপারে ভুল তথ্যভিত্তিক ও বানোয়াট সংবাদ ছাপে—তাহলে আমি সহজেই ধরে নিতে পারি, হয় আপনার সাংবাদিকতা চর্চা দুর্বল, না হয় আপনি সাংবাদিকতার প্রাথমিক শিক্ষাটুকুও জানেন না।

শেষে তিনি লেখেন, দুঃখিত, কিন্তু যখন আপনি একের পর এক ভারতীয় মিথ্যাচার নির্ভর ‘আউটলেট’ থেকে উদ্ধৃতি দেন, তখন আপনার ইউটিউবিং একরকম হাস্যকর প্রলাপ আর ভাঁড়ামিতে পরিণত হয়!

১

সর্বশেষ সংবাদ

নন-এমপিও শিক্ষকদের সমস্যার সমাধানে সরকার আন্তরিক: শিক্ষা উপদেষ্টা

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ