spot_img

ট্রান্সশিপমেন্ট থেকে বঞ্চিত হলে বিকল্প খুঁজে নেবে বাংলাদেশ: সারজিস আলম

অবশ্যই পরুন

ট্রান্সশিপমেন্টসহ যে কোন সুবিধা থেকে বঞ্চিত করা হলে তার বিকল্প খুঁজে নিবে বাংলাদেশ। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১২ এপ্রিল) সকালে পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে মাশরুম ও মুক্তা চাষের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, বাংলাদেশ-ভারত প্রতিবেশী রাষ্ট্র, তারা কখনোই মুখোমুখি অবস্থানে যাবে না। তবে ভারতের আচরণের ওপরই নির্ভর করবে দু’দেশের সম্পর্ক।

কোন রাজনৈতিক দলের মতাদর্শে নয় একটি দেশ হিসেবে ভারত আরেক দেশের সাথে চুক্তি করবে এমনটাও আশা করেন সারজিস।

এছাড়াও সম্প্রতি শামসুজ্জামান দুদুর মন্তব্যের জবাবে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত মতামত, দল হিসেবে বিএনপির নয়।

সর্বশেষ সংবাদ

বর্ষবরণে অপপ্রচার রোধে সাইবার নিরাপত্তা জোরদার: র‍্যাবের মহাপরিচালক

বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। এ সময়...

এই বিভাগের অন্যান্য সংবাদ