spot_img

ইসরায়েলের হামলায় গাজায় নিহত শিশুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

অবশ্যই পরুন

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ শিশু নিহত হয়েছে। এমনটা জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। এ সময়ের মধ্যে মোট প্রাণহানি ১,৫০০ ছাড়িয়েছে। খবর আলজাজিরা‘র।

শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হন, যার মধ্যে একজন শিশু রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ২০ জনেরও বেশি।

সর্বশেষ হামলায় গাজার তুফ্ফাহ এলাকায় দুইজন নিহত ও দুই শিশু আহত হয়। উত্তরের বেইত লাহিয়ার আল-আতাতরায় আরও দুইজন নিহত হন। খান ইউনুসের দক্ষিণাঞ্চলের কিজান আন-নাজ্জার এলাকায় ড্রোন হামলায় আরও একজন নিহত হন।

এছাড়া, ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ আল-মাওয়াসি এলাকায় বসবাসকারী নাগরিকদের তাবুতে হামলা চালানো হয়। যার ফলে অনেক হতাহতের খবর পাওয়া গেছে।

দেইর আল-বালাহর আল-আহলি হাসপাতালে আল জাজিরার সংবাদদাতা হিন্দ খোদারি জানান, হামলায় আহত এক নবজাতক ‘শাম’-এর হাত কেটে ফেলতে হয় এবং পরবর্তীতে সে মারা যায়। একই দিন সকালে মোট ছয়জন নিহত হয়।

তিনি জানান, শনিবার শুজাইয়া ও খান ইউনুস এলাকায় নতুন করে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী।

চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটের কারণে নারী ও শিশুদের অবস্থা আরও করুণ হয়ে পড়েছে বলে জানান তিনি।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজায় ইসরায়েলের ২২৪টি নথিভুক্ত হামলার মধ্যে ৩৬টিতে শুধুই নারী ও শিশু নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

সল্ট-কোহলির ব্যাটে তিনে উঠলো বেঙ্গালুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৭৫ রানের সংগ্রহ নিয়ে যে এখন লড়াই করা কঠিন, সেটি আজ আবার টের পাওয়া গেলো।...

এই বিভাগের অন্যান্য সংবাদ