spot_img

১২৫ নয়, চীনা পণ্যে শুল্ক ১৪৫ শতাংশ: হোয়াইট হাউস

অবশ্যই পরুন

১২৫ নয়, চীনের ওপর আরোপিত মার্কিন শুল্কের পরিমাণ এখন ১৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) হোয়াইট হাউস থেকে জানানো হয়, চীন থেকে আমেরিকায় যাওয়া পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। খবর দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমসের।

এর আগে, ট্রাম্প প্রশাসন বেইজিংয়ের ওপর ১২৫ শতাংশ শুল্কোরোপের কথা জানালেও পরবর্তীতে বর্ধিত শুল্কের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ফেন্টানিল উৎপাদনকারী দেশগুলোর ওপর কার্যকর ছিল অতিরিক্ত ২০ শতাংশ মার্কিন শুল্ক। সেটি যোগ করেই চীনের প্রায় সব পণ্যের ওপর ধার্য করা হয় ১৪৫ শতাংশ শুল্ক।

এদিকে, বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের ওপর ৮৪ শতাংশ শুল্ক কার্যকর করে রেখেছে চীন। সরকারি হিসাব অনুযায়ী, দুদেশের মধ্যে গেল অর্থবছরে আনুমানিক ৫৮২ দশমিক ৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরে আসছে ভারত, চূড়ান্ত সূচি ঘোষণা বিসিবির

চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল। টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ