spot_img

সরকার ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে

অবশ্যই পরুন

বাংলাদেশ সরকার আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে। এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান এবং ১৪ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।

ফুড পলিসি প্ল্যানিং ও মনিটরিং কমিটির বৈঠকের পর খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের তুলনায় প্রতি কেজি ধান ও চালের সংগ্রহমূল্য চার টাকা বেড়েছে। নতুন সংগ্রহমূল্য অনুযায়ী, প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকায় এবং সিদ্ধ চাল ৪৯ টাকায় কেনা হবে।

এছাড়া, সরকার ৩৬ টাকা কেজি দরে গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেন যে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে এই মৌসুমে।

এতে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে সহায়ক হতে পারে এবং দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ