spot_img

বাংলাদেশের কোচ হওয়া প্রসঙ্গে যা বললেন সাবেক পাকিস্তানি তারকা

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের সাবেক পেস তারকা উমর গুল। বর্তমান বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে এক বছরের চুক্তি বাকি থাকলেও তার পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের পরেই তাকে বিদায় জানানো হতে পারে বলে জানা গেছে।

এ প্রেক্ষিতে নতুন বোলিং কোচ খুঁজছে বিসিবি। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উমর গুল অন্যতম। পাকিস্তানের একটি স্থানীয় সংবাদমাধ্যমে গুল বলেন, ‘আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে, কিন্তু এখনও কোনো কিছু নিশ্চিত নয়। নিশ্চিত সিদ্ধান্ত আসবে বোঝাপড়া এবং নীতি-শর্ত অনুযায়ী। সবকিছুই বোর্ডের হাতে।’

উল্লেখ্য, ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া গুল ইতোমধ্যে কোচ হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, আফগানিস্তান জাতীয় দল এবং পাকিস্তানের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই ডানহাতি পাক পেসার জাতীয় দলের হয়ে ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

তবে শুধু উমর গুলই নয়, বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার দৌড়ে আছেন আরও কয়েকজন সাবেক তারকা। এ তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার শন টেইট, যিনি সম্প্রতি বিপিএলে চিটাগাং কিংসের কোচ ছিলেন, তাসকিন-মুস্তাফিজদের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড এবং ওটিস গিবসন।

এদিকে প্রধান কোচ হিসেবে ফিল সিমন্সের চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে বিসিবি। পাশাপাশি জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যদিও তার বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে মৌখিক চুক্তি হয়েছে। বোর্ড সভায় তা চূড়ান্ত করা হবে।’

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ