spot_img

‘মঙ্গল শোভাযাত্রায় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আমরা সংহতি জানাবো’

অবশ্যই পরুন

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ফিলিস্তিনের জন্য পতাকা উড়িয়ে সংহতি জানাবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংহতি জানাতে তরুণ সংগীত শিল্পীদের বাদ্যযন্ত্র নিয়ে যুক্ত হওয়ারও আহ্বান জানান তিনি। আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্কৃতি উপদেষ্টা।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘ঢাকা ও ঢাকার আশপাশের মিউজিশিয়ানদের বলছি, নিজেদের গিটার নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে আপনারা চলে আসুন। প্যালেস্টাইনের ফ্ল্যাগ উড়িয়ে আমরা দেশটির প্রতি সংহতি জানাব। নববর্ষে আমরা কেবল নিজেদের জন্য শুভ কামনা করব, এটা বড় স্বার্থপর বিষয় হয়ে যায়। প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ জানাব বৈশাখের শোভাযাত্রায়। এটি আমাদের একটা কালচারাল স্টেটমেন্টও হবে।’

উপদেষ্টা ফারুকী আশা করছেন, মঙ্গল শোভাযাত্রায় পাঁচশতাধিক সংগীত শিল্পী অংশ নেবেন। এক প্রশ্নের জবাবে বলেন, ‘এবার বৈশাখের উৎসব অনেক বড়, দ্বিগুণ স্কেলে হবে। কোন জেলায় রাত কতটা পর্যন্ত আয়োজন চলবে, তা ঠিক করবেন ওই জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার।’

ঢাকায় চৈত্র সংক্রান্তির কনসার্ট রাত ৯টা পর্যন্ত চলতে পারে বলেও তিনি জানান।

‘ফ্যাসিবাদী শাসনের’ কারণে দেশে বিভাজন তৈরি হয়েছে উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আমাদের মূল বিষয় আলোচিত হওয়া না হওয়া নয়। আমাদের মূল ফোকাস কালচারাল হিলিং। ফ্যাসিবাদের কারণে যে বিভাজন দেখা দিয়েছে তা দূর করতে হলে কালচারাল ইনক্লুসিভনেসে ফোকাস করব।’

তিনি আরও জানান, মায়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্যও শুভ কামনা জানানো হবে বৈশাখী আয়োজনে।

সর্বশেষ সংবাদ

শুধু ডিজিটালাইজেশনের মাধ্যমে আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত হবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু ডিজিটালাইজেশন করেই আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত হবে না। এর জন্য ব্যক্তিপর্যায়ে সৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ