spot_img

বিয়ে না করার পরামর্শ দিয়েছেন মা: বিবৃতি

অবশ্যই পরুন

ওপার বাংলার অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। আগামী আগস্ট মাসে মুক্তির অপেক্ষায় তার অভিনীত ‘দেবী চৌধুরাণী’ ছবি। তবে ব্যক্তি জীবনে এখনো বিয়ে করেননি এই অভিনেত্রী। গতকাল মঙ্গলবার ছিল তার মায়ের জন্মদিন। জন্মদিনে মা-মেয়ের একসঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়ে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

তাদের সম্পর্ক অনেকটা ‘টম অ্যান্ড জেরি’র মতো জানিয়ে অভিনেত্রী বলেন, ‘রাতে কেক কাটায় মায়ের আপত্তি ছিল। তাই আজ সকালে মাসি ও মেসোমশাইয়ের উপস্থিতিতে আমরা কেক কেটে একসঙ্গে প্রাতরাশ সেরেছি।’

২০২০ সালে বাবাকে হারিয়েছেন বিবৃতি। জীবনের চলার পথে মনোবল থেকে শুরু করে ইচ্ছাশক্তি ও স্বাধীন জীবনযাপনের আদর্শ তিনি মাকে দেখেই রপ্ত করেছেন বলে জানান। অভিনেত্রীর কথায়, ‘এখন পর্যন্ত ক্যারিয়ারে যেভাবে এগিয়েছি, সেখানে মায়ের নীরব সমর্থন পেয়েছি। মা এবং আমার পরিবার কিন্তু আমাকে প্রতিমুহূর্তে সমর্থন করে।’

অভিনেত্রী জানান, এই মুহূর্তে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে চাই। প্রেম বা বিয়ে নিয়ে বিবৃতি বলেন, ‘মা আমাকে বলেই দিয়েছেন সম্পর্কে না জড়াতে। আর কোনো দিন বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন।’ কিন্তু ভবিষ্যৎ কেউই জানে না। তাই আগামী দিনে যদি সম্পর্কে জড়ান? বিবৃতির উত্তর, ‘এই মুহূর্তে কাজে মন দিতে চাই। কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না।’

বিবৃতি অভিনীত ‘দেবী চৌধুরাণী’ ছবিটি মুক্তি পাবে আগামী আগস্ট মাসে। এ ছাড়া রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ ‘পরিণীতা’য় তাঁকে দেখবেন দর্শক।

সর্বশেষ সংবাদ

ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন বাস্তবায়ন স্থগিত

ভারতের বিতর্কিত সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (১৬ এপ্রিল) আইনটির বিরুদ্ধে করা ৭৩টি পিটিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ