spot_img

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি ছুঁড়ল দক্ষিণ কোরিয়া

অবশ্যই পরুন

সীমান্ত অতিক্রম করায় উত্তর কোরিয়ার সেনাদের গুলি ছুঁড়ে সতর্ক করলো দক্ষিণ কোরিয়ার সেনারা। সোমবার (৭ এপ্রিল) পূর্বাঞ্চলীয় কোরীয় বেসামরিক বাফার জোন ডিএমজেডে হয় এ ঘটনা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। খবর বিবিসির।

সিউলের ভাষ্যমতে, কমপক্ষে ১০ সশস্ত্র উত্তর কোরীয় সেনা সামরিক সীমান্তরেখা পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়ে। তাই সতর্কবার্তা হিসেবে গুলি ছোঁড়ে সেনারা। এতে কেউ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে ভুলবশত এ ঘটনা হয়ে থাকতে পারে।

এর আগে ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত যুদ্ধের পর দুই কোরিয়ার মাঝে এ বেসামরিক অঞ্চল তৈরি করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জাতিসংঘের কমান্ড। ২৪৮ কিলোমিটার দীর্ঘ বাফার জোনটি কোরীয় উপদ্বীপকে বিভক্ত করেছে। যেখানে দু’দেশেরই ভারী অস্ত্রসস্ত্রে সজ্জিত সেনা মোতায়েন রয়েছে।

সর্বশেষ সংবাদ

২৭ তারিখ ভোটার হবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ