spot_img

মেসির মায়ামিতে খেলবেন ডি ব্রুইনা!

অবশ্যই পরুন

ইন্টার মায়ামিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন ম্যানসিটি তারকা কেভিন ডি ব্রুইনা। মেসি-সুয়ারেজদের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে ৩৩ বছর বয়সী এই বেলজিয়ান তারকার।

চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন ডি ব্রুইনা। স্পোর্টস বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, এই তারকার ‘ডিসকভারি রাইটস’ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এতে করে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি-ডি ব্রুইনা যুগলবন্দির সম্ভাবনা তৈরি হয়েছে।

এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব তাদের ডিসকভারি তালিকায় একই সময় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারে। এ তালিকায় কোনো খেলোয়াড় থাকলে সংশ্লিষ্ট ক্লাব তার সঙ্গে আলোচনা শুরু করার একক অধিকার পায়।

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ৩৩ বছর বয়সী তারকা। মায়ামি ডিসকভারি রাইটস ধারণ করায় সবার আগে ডি ব্রুইনার সঙ্গে আলোচনার একচেটিয়া অধিকার পাবে দলটি। অন্য এমএলএস ক্লাবগুলো তার সঙ্গে আলোচনা করতে পারবে না।

ডি ব্রুইনা ২০১৫ সালে উলফসবার্গ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে জিতেছেন ১৪টি বড় শিরোপা, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, ১৬ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এক ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৬ জন সেনা নিহত ও ২৯ জন...

এই বিভাগের অন্যান্য সংবাদ