spot_img

গুমের তদন্তকারীদের টাইম বোমা দিয়ে হত্যার চেষ্টা করা হয়: চিফ প্রসিকিউটর

অবশ্যই পরুন

যারা গুমের তদন্ত করতে গিয়েছিল, তাদের টাইম বোমা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার (৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তাজুল ইসলাম জানান, বিচার বানচালে যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। এসময় বিচার কাজের গতি বাড়াতে দ্রুত দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার কথাও বলেন তিনি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। অপরদিকে, চলতি মাসেই ট্রাইব্যুনালে দুই মামলার অভিযোগপত্র জমা দেয়া হবে বলেও জানান তিনি।

বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল তৈরি নিয়ে রাজনৈতিক দলের দাবির বিষয়ে তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না। রাজনৈতিক দলগুলো তাদের দাবি জানাতে পারে। অপরাধের যে বিস্তৃতি তা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে। তবে সারা দেশে ছড়িয়ে দেয়া কতটা বাস্তবসম্মত সেটা সরকার অবশ্যই চিন্তা করবে।

এ দিন পৃথক দুই আবেদনে সাভারে ইয়ামিন হত্যা এবং চানখারপুলে আনাস হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সর্বশেষ সংবাদ

ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ