গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন জার্মান স্টার টমাস মুলার। এবার ২৫ বছর থেকে বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছাড়তে চলেছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন কর্তৃপক্ষও।
বায়ার্নের একাডেমিতে বেড়ে ওঠার পর ২০০৮ সালে বাভারিয়ানদের সিনিয়র দলে অভিষেক মুলারের। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জয় করেন ১৯ বছরের মুলার। এরপর ক্রমেই মুলার পরিণত হতে থাকেন। বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের চার বছর পর ২০১৪ সালে বিশ্বকাপও জিতে নেন। ব্রাজিলের মাটিতে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে মুলারের দেশ জার্মানি।
আজীবনের ক্লাব বায়ার্নের জার্সিতে মোট ৩৩টি শিরোপা জিতেছেন। এর মধ্যে জার্মান বুন্দেসলিগা শিরোপাই ১২টি। এছাড়া চ্যাম্পিয়নস লিগ দুটি।