spot_img

বাঁচবেন না এসিপি প্রদ্যুমন, মন ভাঙল দর্শকের

অবশ্যই পরুন

‘রেস্ট ইন পিস এসিপি’— এমন হ্যাশট্যাগ ব্যবহার করে কোনো বার্তা প্রচার হলে স্বভাবতই মনে হবে কেউ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। আসলে বিষয়টা তেমনই, তবে সেটি পর্দার একটি চরিত্র যেখানে নির্দিষ্ট অভিনেতাকে আর নতুন দৃশ্যে দেখা যাবে না। এসিপি প্রদ্যুমন, জনপ্রিয় টিভি সিরিজ সিআইডি’তে সহকারী পুলিশ কমিশনার হয়ে দুর্দান্ত অভিযানে অসংখ্য কেস সমাধান করেছেন তিনি। অভিনেতার আসল নাম শিবাজি সাতম। দক্ষিণ এশিয়ায় এই সিরিজতো বটেই, সমান্তরালে এসিপি প্রদ্যুমন চরিত্রও বেশ জনপ্রিয়।

জনপ্রিয় এই ক্রাইম থ্রিলার সিরিজে খুব শিগগিরই একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন। আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।

সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে, ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’

এই পোস্টটি প্রকাশ হতেই অনেকে ধরে নিয়েছেন, বাস্তবেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না ভক্তরা।

একটি পর্বে বোমা বিস্ফোরণে মারা যাবেন এসিপি, যার দৃশ্যধারণও ইতোমধ্যে শেষ হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শো-টির নতুন সিজনের ১৮টি এপিসোডের সম্প্রচার। পরদিন থেকে প্রতি সপ্তাহের শনি ও রোববার আরও দুটি করে পর্ব সম্প্রচার শুরু হয়। সনি এন্টারটেইনমেন্ট ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ স্ট্রিম হচ্ছে সিরিজটি।

উল্লেখ্য, জনপ্রিয় এই সিরিজটি শুরু হয় ১৯৯৮ সালে। ভারতীয় চ্যানেল ও ওটিটির পাশাপাশি নেটফ্লিক্সেও দেখা যায় সিরিজটি। ২০ বছর সফলভাবে চলার পর সিআইডি ২০১৮ -র অক্টোবরে সম্প্রচার বন্ধ করে দেয়। তবে ছয় বছর বাদে আবারও ফেরে সিরিজটি। এসিপি প্রদ্যুমনের আগে এই সিরিজটি থেকে বিদায় নিয়েছে ইন্সপেক্টর ফ্রেডরিক্স চরিত্রটি। তবে ইন্সপেক্টর দয়া, ইন্সপেক্টর অভিজিৎসহ নতুন সিজনের বাকি চরিত্রগুলোকে যথারীতি পারফর্ম করতে দেখা যাবে সামনের পর্বগুলোতে।

সর্বশেষ সংবাদ

জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তাতে প্রাণ যায় শত শত মানুষের। আহত হন অনেকে। রাজনৈতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ