spot_img

গাজায় ইসরায়েলি আগ্রাসন: জিহাদের আহ্বানে ফতোয়া জারি

অবশ্যই পরুন

বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন মুসলিম চিন্তাবিদ। অবরুদ্ধ গাজার বাসিন্দাদের ওপর ১৭ মাস ধরে চলা নৃশংস ও নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় শনিবার (৫ এপ্রিল) তারা এ ফতোয়া জারি করেন।

১৫ দফার ওই ফতোয়ায় বলা হয়েছে, গাজায় বর্বরতা বন্ধে মুসলিমরা ব্যর্থ হলে সেটি ইসলামি শরীয়া অনুযায়ী ফিলিস্তিনিদের বিরুদ্ধে বড় অপরাধ হিসেবে গণ্য হবে। মুসলিম নিধণে কাজ করা ইসরায়েলকে যেকোনো সমর্থন দেয়াও মুসলিমদের জন্য নিষিদ্ধ বলে উল্লেখ করেন তিনি।

ইউসুফ আল-কারযাভীর নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারসের (আইইউএমএস) মহাসচিব আলী আল-কারদাঘি গতকাল সব মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ফতোয়া হলো ইসলামিক আইনি আদেশ। কারদাঘি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন। তার ফতোয়াগুলো বিশ্বের ১৭০ কোটি সুন্নি মুসলমানের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। সাধারণত কোরআন ও হাদিসের আলোকে একজন ধর্মীয় নেতা এ আদেশ জারি করেন।

সর্বশেষ সংবাদ

ইতিহাস গড়ে বাংলাদেশকে হারাল আরব আমিরাত

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১–১-এ সমতায় ফিরেছে সংযুক্ত আরব আমিরাত। টাইগারদের দেওয়া ২০৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ