spot_img

জানা গেল ‘পঞ্চায়েত ফোর’ মুক্তির তারিখ

অবশ্যই পরুন

তিন সিজনের অভূতপূর্ব সাফল্যের পর আবারও পর্দায় আসতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। প্রাইম ভিডিও সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বিশেষ ভিডিও প্রকাশের মাধ্যমে ‘পঞ্চায়েত ফোর’ এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

ইয়নের পরিবেদন থেকে জানা যায়, প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২ জুলাই মুক্তি পাবে ‘পঞ্চায়েত সিজন ফোর’। বরাবরের মতো এবারও জিতেন্দ্র কুমার থাকছেন কেন্দ্রীয় চরিত্রে। এছাড়াও, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা, চন্দন রায়, দুর্গেশ কুমারসহ পরিচিত মুখগুলো নতুন সিজনেও থাকছেন।

ঘোষণার ভিডিওতে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী গিয়া মানেক, যিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেছেন, পঞ্চায়েত তো সোশ্যাল মিডিয়ার সব মিমের কৃতিত্ব নিয়ে নিয়েছে। তার কথার সূত্র ধরে সিরিজের প্রধান অভিনেতা জিতেন্দ্র কুমার বলেন, সোশ্যাল মিডিয়া এমন একটি মিম চায় যা বিশ্বজুড়ে ভাইরাল হবে।

বরাবরের মতো এবারও জিতেন্দ্র কুমার থাকছেন কেন্দ্রীয় চরিত্রে। এছাড়াও, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা, চন্দন রায়, দুর্গেশ কুমারসহ পরিচিত মুখগুলো নতুন সিজনেও থাকছেন। ছবি: সংগৃহীত
বরাবরের মতো এবারও জিতেন্দ্র কুমার থাকছেন কেন্দ্রীয় চরিত্রে। এছাড়াও, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা, চন্দন রায়, দুর্গেশ কুমারসহ পরিচিত মুখগুলো নতুন সিজনেও থাকছেন। ছবি: সংগৃহীত

এই ঘোষণার পর থেকেই নেটদুনিয়ায় আলোচনার ঝড় উঠেছে। সিরিজের অনুরাগীরা নতুন সিজনের অপেক্ষায় দিন গুনছেন। গতবছরের ২৮ মে মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ এর নতুন কিস্তি ‘পঞ্চায়েত থ্রি’। আর ঐ বছরের অক্টোবরের শুরু হয় ‘পঞ্চায়েত ফোর’ এর শুটিং।

সর্বশেষ সংবাদ

রোনালদোর জোড়া গোলে আল হিলালকে হারালো আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের ম্যাচে সৌদি লিগে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিকে বুন্দেসলিগায় জয় পেয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ