ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ১৬তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়েছে লাখনৌ সুপার জায়ান্টস ।
শুক্রবার (৪ এপ্রিল) অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে টস জিতে লাখনৌকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। নির্ধারিত ওভার শেষে মিচেল মার্শ ও এইডেন মার্করামের জোড়া ফিফটিতে ভর করে ২০৩ রানের লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস।
এই ম্যাচে আইপিএলের দেড় দশকের ইতিহাসে প্রথম কোনো বোলার পাঁচ উইকেটের দেখা পেল। ৩৬ রানের খরচায় এ কীর্তি গড়েন হার্দিক পান্ডিয়া।
হার্দিকের পর ব্যাট হাতে ঝড় তুলেছেন মুম্বাইয়ের সুরিয়াকুমার ইয়াদভ। এরপরও কঠিন কাজটা করতে পারেনি মুম্বাই। এ দুজনের মিলিত প্রয়াসে শেষ ওভারে গড়ানো নাটকীয় ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে তাদের। এবারের আসরে নিজেদের চতুর্থ ম্যাচেই তৃতীয় হারের মুখ দেখলো হার্দিকের দল।
টস হেরে স্বাগতিকদের ২০০ পেরোনো সংগ্রহের মূল ভিত্তি গড়ে দেয় লাখনৌয়ের দুই ওপেনার মার্শ-মার্করাম। মিচেল মার্শের ৩২ বলে ৬০ ও এইডেন মার্করামের ৩৮ বলে ৫৩ রানের দুটি ইনিংস দুর্দান্ত এক সূচনা এনে দেয়। আয়ুশ বাদানি ও ডেভিড মিলারের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩০ ও ২৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে, ইনিংসের প্রথম তিন ওভারের মধ্যে দুই ওপেনার উইল জ্যাকস ও রায়ান রিকেলটনকে হারিয়ে রীতিমতো চাপে পড়ে মুম্বাই। তবে তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে ৬৯ ও ৬৬ রান যোগ হয় স্কোরবোর্ডে।
শেষ ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল ২২ রান যা তুলতে ব্যর্থ হন পান্ডিয়া ও মিচেল স্যান্টনার। লাখনৌয়ের শার্দুল ঠাকুর, আকাশ দীপ, আবেশ খান ও ডিগবেশ রাঠি নেন একটি করে উইকেট।
উল্লেখ্য, ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে লাখনৌ। সমান সংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তার পরেই অবস্থান করছে মুম্বাই।