spot_img

এমবাপ্পের জোড়া গোলে পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদের জয়

অবশ্যই পরুন

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে ৩-২ গোলে হারিয়েছে আনচেলত্তির শিষ্যরা।

এদিন দুর্বল লেগনাসের বিপক্ষে শুরটা প্রত্যাশিত দাপটেই করেছিল রিয়াল মাদ্রিদ। ৩২তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সের মধ্যে আর্দা গুলারকে অস্কার রদ্রিগেজ ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পানেনকা শটে কিপার মার্কো দিমিত্রোভিচকে পরাস্ত করেন এমবাপ্পে।

তবে আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে চমকের আভাস দেয় লেগনেস। তবে রিয়াল ঘুড়ে দাঁড়ায় শেষ অর্ধে।

দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে জুড বেলিংহ্যাম রিয়ালকে সমতায় ফেরান। ব্রাহিম দিয়াজের প্রচেষ্টা ব্যর্থ হলে ফিরতি শটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার।

নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে এমবাপ্পের চমৎকার ফ্রি কিক গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে রিয়াল। লেগানেসের দেয়ালের ফাঁক গলে জাল কাঁপান তিনি। সব প্রতিযোগিতা মিলে এটি ছিল এমবাপ্পের ৩৩তম গোল।২-১ গোলে পিছিয়ে থেকেও রিয়াল শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় ৩-২ গোলে।

এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতির পর ভিনিসিয়ুস জুনিয়র ও ফেডেরিকো ভালভার্দেকে ছাড়াই ম্যাচ শুরু করা রিয়াল পয়েন্টের হিসাবে এক ম্যাচ কম খেলা শীর্ষ দল বার্সেলোনাকে ছুঁয়েছে। রোববার জিরোনার বিপক্ষে বাকি থাকা ম্যাচ খেলে এককভাবে শীর্ষে থাকার সুযোগ হ্যান্সি ফ্লিকের দলের সামনে।

২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট রিয়ালের। বার্সারও সমান পয়েন্ট ২৮ ম্যাচ খেলে। অ্যাতলেটিকো মাদ্রিদ ড্র করে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে। ২৭ পয়েন্টে ১৮তম লেগানেস।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি ইরানের

ইরান পরমাণু চুক্তি না করলে দেশটিতে যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এই আক্রমণের...

এই বিভাগের অন্যান্য সংবাদ