পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকার নিরাপত্তায় পুলিশকে সহায়তা করতে বেসরকারি নিরাপত্তাকর্মীদের মধ্য থেকে ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে ৪২৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। খবর বাসসের।
আজ শুক্রবার (২৮ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, পুলিশকে সহায়তা করার জন্য ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে ইতোমধ্যে ৪২৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিভিন্ন আবাসিক এলাকা, বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকাগুলোতে কাজও শুরু করেছেন। নগরীর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের তারা সহযোগিতা করবেন।