spot_img

ভ্রমণের সুন্নতগুলো

অবশ্যই পরুন

ভ্রমণের সুন্নতগুলো

১. ইস্তিখারা করা। (বুখারি, হাদিস: ১১৬২)

২. যথাসম্ভব একাকী সফর না করা— বিশেষ করে রাতের সফর। (বুখারি, হাদিস: ২৯৯৮)

৩. সম্ভব হলে বৃহস্পতিবার সফর করা। কারণ নবীজি (সা.) বেশির ভাগ এই দিনে সফরে বের হতেন। (আবু দাউদ, হাদিস: ২৬০৫)

৪. ভোরে সফরে বের হওয়া। (তাবরানি)

৫. বাহনে ওঠার সময় বিসমিল্লাহ পড়া।

৬. ব্যক্তিগত বাহন নিয়ে সফরে বের হওয়ার আগে তার সবকিছু ঠিক আছে কিনা, তা পরীক্ষা করে নেওয়া এবং পর্যাপ্ত জ্বালানি নিয়ে নেওয়া। (তিরমিজি, হাদিস: ২৮৫৮)

৭. তিন বার ‘আল্লাহু আকবার’ তাকবির দিয়ে দোয়া পড়া। (আবু দাউদ, হাদিস: ২৫৯১)
দোয়াটি হলো, উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকলিবুন।

৮. যানবাহন ওপরের দিকে উঠলে ‘আল্লাহু আকবার’ বলা, আর নিচের দিকে নামলে ‘সুবহানাল্লাহ’ বলা।

৯. ঘণ্টা কিংবা কুকুর সঙ্গে না রাখা। (আবু দাউদ, হাদিস: ২৫৫৫)

১০. কোথাও যাত্রা বিরতি করলে এই দোয়া পড়া— আউজু বিকালিমাতিল্লা-হিত তা-ম্মা-তি মিন শাররি মা-খলাক। (মুসলিম; হা.এ., হাদিস: ৬৭৭২)

১১. গন্তব্যে পৌঁছালে তিনবার তাকবির বলে তারপর দোয়া পড়া। দোয়া এই— আয়িবুনা ইনশাআল্লাহু তায়িবুনা আবিদুনা হামিদুনা লিরব্বিনা সাজিদুন, সদাকাল্লাহু ওয়া‘দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহযাবা ওয়াহদাহ। (বুখারি, হাদিস: ৩০৮৪)

১২. গন্তব্যে পৌঁছে দুই রাকাত নফল নামাজ পড়া। (বুখারি, হাদিস: ৩০৮৯)

সর্বশেষ সংবাদ

তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া চীনের

দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানালেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ