spot_img

চব্বিশের যোদ্ধারা একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখেছে: আখতার হোসেন

অবশ্যই পরুন

বৈষম্যের বিরুদ্ধে লড়াই থেকে একাত্তরের সূচনা হয়েছিলো। চব্বিশের যোদ্ধারা জীবন দিয়ে একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখেছে— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে গণ ইফতার কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান না হলে একাত্তর চিরতরে হারিয়ে যেত। অভ্যুত্থানের যোদ্ধারা আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। একটি পক্ষ একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে।

এ সময় নতুন রাষ্ট্র কাঠামোয় নতুন সংবিধান রচনা করে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

গণ ইফতারে অন্যান্য বক্তারা বলেন, রিফাইন আওয়ামী লীগ বলে কিছু নেই। যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে।

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ৬টি দাবিই যৌক্তিক বলে মনে করে সরকার

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ