spot_img

ঢাকায় বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

অবশ্যই পরুন

বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই নগরীতে বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, ২১১ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। অর্থাৎ এখানকার বাতাসের মান বসবাসকারীদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। পরের স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৯৬। সেখানকার বাতাস নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

১৮০ ও ১৭৯ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হানোই এবং নেপালের কাঠমান্ডু। আর পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের স্কোর১৬৪। আইকিউএয়ার’র ভাষ্য অনুযায়ী এসব এলাকার বাতাস বসবাসকারীদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে মার্কিন দূত স্টেফানিককে দেয়া মনোনয়ন প্রত্যাহার করলেন ট্রাম্প

জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিযুক্ত করতে এলিস স্টেফানিককে দেয়া মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ