spot_img

রাহুল গান্ধীর নাগরিকত্ব বিতর্ক, প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

অবশ্যই পরুন

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

সোমবার (২৪ মার্চ) কেন্দ্রীয় সরকারের প্রতি এ নির্দেশনা জারি করেন এলাহাবাদ হাইকোর্ট। আগামী ২১ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানানো হয়।

এর আগে, ২০১৯ সাল থেকে রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে বিতর্ক চলছে। বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী, রাহুলের নাগরিকত্ব নিয়ে অভিযোগ তোলেন। তার দাবি, ব্রিটেনের প্রশাসনের কাছে জমা দেয়া বেশ কিছু নথিতে রাহুল নিজেকে যুক্তরাজ্যের নাগরিক বলে দাবি করেন। এরপরই এলাহাবাদ আদালতে এ ইস্যুতে মামলা করা হয়।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনের সমর্থন করায় যু্ক্তরাষ্ট্রে তুর্কি শিক্ষার্থী গ্রেপ্তার

ফিলিস্তিনের সমর্থন করায় যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের এক তুর্কি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্ককে গ্রেপ্তার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একইসঙ্গে বাতিল...

এই বিভাগের অন্যান্য সংবাদ