spot_img

আ.লীগের শিক্ষা ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই: এবি পার্টি

অবশ্যই পরুন

অভ্যুত্থানে এতো বড় বিপর্যয়ের পরও আওয়ামী লীগ ও তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই বলে মন্তব‍্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর এবি পার্টি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব‍্য করেন।

এর আগে, রোববার (২৩ মার্চ) গভীর রাতে এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেফতার হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। রাতভর এ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এরই প্রতিবাদে আয়োজন করা হয় এই জরুরি সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, ব‍্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সকল খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। এরা সবাই পতিত আওয়ামী লীগের পেইড উগ্রবাদী সমর্থক।

তিনি আরও বলেন– দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে, তা নস‍্যাৎ করার জন্য এই চক্রটি কাজ করছে।

এসব বালখিল্য তৎপরতা শেখ হাসিনার মাথা থেকে আসা স্বাভাবিক উল্লেখ করে জনাব মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থান হলো এবং এতে এতো বড় বিপর্যয়ের পরও আওয়ামী লীগ ও তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই।

সর্বশেষ সংবাদ

আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটা দলের নীতি আদর্শ পরিকল্পনা নেই, আছে শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ