spot_img

টুইটারের আইকনিক পাখির লোগোর দাম উঠল ৩৪ হাজার ডলার

অবশ্যই পরুন

টুইটারের আইকনিক নীল পাখির লোগোটি, যা একসময় সান ফ্রান্সিসকোর সদর দপ্তরে শোভা পেত, এবার নিলামে বিক্রি হয়েছে ৩৪ হাজার ৩৭৫ ডলারে। টুইটারকে ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে কেনার পর ইলন মাস্ক এর নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন এবং এই লোগোটি অফিস থেকে সরিয়ে ফেলেন। তবে, এই পাখির লোগোটি এখনো ইতিহাসের একটি অমূল্য অংশ হিসেবে টুইটারের স্মৃতি হয়ে রয়ে গেছে।

এটি ছিল একটি বিশাল, ১২ ফুট লম্বা এবং ৯ ফুট চওড়া (৩.৭ মিটার বাই ২.৭ মিটার) লোগো, যার ওজন ছিল প্রায় ২৫৪ কিলোগ্রাম। নিলামের মাধ্যমে বিক্রি হওয়া এই লোগোটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য হবে। লোগোটি নিলামে তুলেছিল ‘আরআর অকশন’, যারা এর মূল্য আনুমানিক ৪০ হাজার ডলার নির্ধারণ করেছিল, তবে এটি কিছুটা কম দামে বিক্রি হয়েছে।

নিলামের সময় টুইটারের পুরনো অফিসের আরও কিছু লোগো এবং সামগ্রীও বিক্রি হয়, যার মধ্যে কিছু ছোট সংস্করণও ছিল। ২০২৩ সালে, টুইটারের সাবেক অফিসের বেশিরভাগ আইটেমই নিলামে তোলা হয়, যার মধ্যে একটি মূর্তি এক লাখ ডলারে বিক্রি হয়। তবে, এই পাখির লোগোটি ছিল অন্যতম অন্যতম আকর্ষণীয় আইটেম।

এটি স্পষ্ট যে, টুইটারের ২০০৬ থেকে ২০২২ সালের মধ্যে গড়ে ওঠা ব্র্যান্ডের ইতিহাসের সঙ্গে এই লোগোটি অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল এবং বর্তমানে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগান্তকারী প্রতীক হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ