spot_img

আইপিএলে আর্চারের ‘লজ্জার রেকর্ড’

অবশ্যই পরুন

বোলারদের বেধড়ক পিটিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। ২০২৪ আইপিএল থেকেই এমন বিস্ফোরক ব্যাটিং করে দলটি বারবার শিরোনাম হয়ে আসছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ রোববার (২৩ মার্চ) হায়দরাবাদ এমন ব্যাটিং করেছে, তাতে নতুন এক রেকর্ডে নাম উঠেছে রাজস্থান রয়্যালসের জফরা আর্চারের।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। প্রথমে বোলিং করা রাজস্থানের আর্চার ৪ ওভারে খরচ করেছেন ৭৬ রান। কোনো উইকেট তিনি পাননি।

আইপিএল ইতিহাসে এটা সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এর আগে এই বিব্রতকর রেকর্ডটি করেছিলেন মোহিত শর্মা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত বছরের ২৪ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত। তিনি তখন খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে। মোহিতও ছিলেন উইকেটশূন্য।

আর্চারের বিব্রতকর রেকর্ডের দিনে রাজস্থান রয়্যালস ৪৪ রানে হেরে ১৮তম আইপিএল শুরু করেছে। সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে রাজস্থান ২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রানে আটকে যায়। তাতে বৃথা গেছে ধ্রুব জুড়েল, সঞ্জু স্যামসনদের ঝোড়ো দুই ফিফটি।

হায়দরাবাদের হয়ে এবারের আসরে প্রথম শতকের দেখা পেয়েছেন ঈশান কিষান। ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকা ঈশান কিষান ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত মন্তব্যের পর ভারতীয় স্ত্রীকে নিয়ে তোপের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ