spot_img

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ২২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিউই বোলারদের দাপটে নির্ধারিত ওভারের আগেই ১০৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল কিউইরা।

রোববার (২৩ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে মুখোমুখি হয় দু’দল।

টস হেরে ব্যাট করতে নেমে ৫৯ রানের ওপেনিং জুটি পায় নিউজিল্যান্ড। ৪৪ রানে টিম শেইফার্ট, হারিসের বলে আউট হলে ভাঙ্গে পার্টনারশিপ। তার দ্বিতীয় শিকার ২৪ রান করা মার্ক চ্যাপম্যান।

অর্ধশতক হাকিয়ে সাজঘরের পথ দেখেন ফিন অ্যালেন। ২৯ রানে করে হারিসের তৃতীয় শিকার ডেরিল মিচেল। শেষদিকে অধিনায়ক ব্রেসওয়েলের ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ২২০ রানের সংগ্রহ পায় কিউইরা।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই খেই হারায় সালমান আগার দল। ২৪ রান করে ফেরেন ইরফান খান।

এরপরে তাসের ঘরের মত পড়তে থাকে পাকিস্তানের উইকেট। শেষ দিকে আবদুল সামাদের ৪৪ রান কেবল কমায় হারের ব্যবধান। স্বাগতিকদের হয়ে ২০ রানে ৪ উইকেট পান জ্যাকব ডাফি। এছাড়া ৩টি উইকেট পান জাকারি ফোকস।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক জয়: ড্যানিলোভিচ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ২০ শতাংশ শুল্কহার নির্ধারণকে অন্তর্বর্তী সরকারের আলোচনাভিত্তিক কূটনৈতিক পদ্ধতির একটি সাফল্য হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ