গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই হামাস নেতার নাম সালাহ আল-বারদাউইল। রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসে নিজেদের তাঁবুতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন বলে কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে।
খান ইউনিস শহরের পশ্চিমে সংঘটিত দুটি হামলার মধ্যে একটিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন। তারা শহরটির আল-মাওয়াসি এলাকায় নিহত হয়েছেন।
যুদ্ধ বিরতি লঙ্ঘন করে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ-এর হামলায় নিহত হয়েছেন ৩৪ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৯ ফিলিস্তিনি গাজা সিটির তুফাহ এলাকার বাসিন্দা। এছাড়াও ২জন জেইতুন এলাকায়, ২ জন নেটজারিম করিডোরের কাছে আল-মোগরাকা এলাকায়, ৬ জন বেইত লাহিয়ায়, একজন দেইর এল-বালাহ’তে এবং ২ জন খান ইউনিসের বাসিন্দা ছিলেন।