spot_img

নিজের কাজে বাধা না দিতে আদালতের প্রতি ট্রাম্পের হুঁশিয়ারি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা তার কাজে বাধা না দেয়। বৃহস্পতিবার (২০ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, “যদি বিচারপতি রবার্টস এবং সুপ্রিম কোর্ট এই বিষাক্ত ও নজিরবিহীন পরিস্থিতির শিগগির সমাধান না করেন, তাহলে আমাদের দেশ গুরুতর সমস্যায় পড়বে।”

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিচারক জেমস বোসবার্গ সম্প্রতি ট্রাম্প প্রশাসনের কিছু অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বিষয়টির ব্যাখ্যা জানতে চান। ট্রাম্প প্রশাসন এলিয়েন এনিমিস অ্যাক্ট ব্যবহার করে এল সালভাদরে কয়েকশ গ্যাং সদস্যকে পাঠানোর নির্দেশ দেয়, যা আদালতের বাধার মুখে পড়ে।

ট্রাম্প বিচার বিভাগের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারকদের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই আমাদের লক্ষ্য, কিন্তু কিছু বিচারকের পক্ষপাতদুষ্ট আচরণ সেই লক্ষ্য বাস্তবায়নে বাধা দিচ্ছে।”

ট্রাম্পের কটাক্ষের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “দুই শতাব্দীর বেশি সময় ধরে এটি প্রতিষ্ঠিত যে, আদালতের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিলে অভিশংসন কোনো সমাধান নয়, স্বাভাবিক আপিল প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি পর্যালোচনা করা উচিত।”

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এমন বিবৃতি দেওয়া বিরল। ট্রাম্পের এই মন্তব্য ও আদালতের প্রতিক্রিয়া নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে।

সর্বশেষ সংবাদ

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে উঠে এলো যেসব বিষয়

গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা...

এই বিভাগের অন্যান্য সংবাদ