spot_img

শেষ মুহূর্তের গোলে রক্ষা স্পেনের, জয়বঞ্চিত ডাচরা

অবশ্যই পরুন

আর্সেনালের মিকেল মেরিনো দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে নেদারল্যান্ডসের বিপক্ষে মূল্যবান এক ড্র এনে দিয়েছেন স্পেনকে।

রটারডামে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলেছে ডাচরা।

এই নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইলো ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সবশেষ গত বছরের ২২ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

লুইস দে লা ফুয়েন্তের স্পেন প্রথমার্ধে নয় মিনিটের মাথায় লিড নেয় নিকো উইলিয়ামসের চমৎকার এক ফিনিশিংয়ে। ডাচ ফুল-ব্যাক জরেল হাতো নিজের ডিফেন্সে বল হারালে উইলিয়ামস সুযোগটি কাজে লাগান।

নেদারল্যান্ডস এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ২৮তম মিনিটে লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো বোর্নমাউথের জাস্টিন ক্লুইভার্টের পাস থেকে নিচু শটে জাল খুঁজে নেন। সমতা ফেরে ম্যাচে।

যদিও দ্বিতীয়ার্ধের ৩৯ সেকেন্ডের মাথায় তিজানি রেইন্ডার্সের নিচু শট নেদারল্যান্ডসকে ফের এগিয়ে দেয় এবং মনে হচ্ছিল তারা দ্বিতীয় লেগে এক গোলে এগিয়ে যাবে।

ম্যাচের ৮১তম মিনিটে হাতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় ডাচরা। স্পেন সে সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছে। যোগ করা সময়ে মেরিনো গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য ড্র নিশ্চিত করেন।

দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী রোববার ভ্যালেন্সিয়ায়, যেখানে বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া অথবা ফ্রান্সের।

সর্বশেষ সংবাদ

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক: তারেক রহমান

বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে। এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ