spot_img

কৃষ্ণ সাগরে নৌপরিবহন নিয়ে বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

অবশ্যই পরুন

কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবে আগামী সপ্তাহে আলোচনায় বসবে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আগামী সোমবার (২৪ মার্চ) একইদিনে দুদেশের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন মধ্যস্থতাকারীরা পৃথক বৈঠকে বসবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ তথ্য নিশ্চিত করেছে মস্কো, কিয়েভ দুই সূত্রই। কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা হবে এই পৃথক পৃথক বৈঠকে। এছাড়াও, দ্বিপাক্ষিক ইস্যুতেও চলবে কথাবার্তা।

চলতি মাসেই সৌদি আরবের জেদ্দায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় কিয়েভ। পরবর্তীতে সম্মতি জানায় মস্কোও।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পরস্পরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা থামাতে রাজি হন রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তাব নিয়ে ব্রিটেনে বৈঠক ইউরোপের ২০টি দেশের, কী সিদ্ধান্ত হল?

গত মাসের ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাগ্‌যুদ্ধ এবং বৈঠক ভেস্তে...

এই বিভাগের অন্যান্য সংবাদ