প্রতারণা, জুয়াসহ একাধিক ধারায় ২৫ দক্ষিণী তারকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ভারতের তেলেঙ্গানা সরকার। নামিদামি তারকাদের নাম প্রকাশ হতেই ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে বিষয়টি।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, ফণীন্দ্র শর্মা নামে এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে জনপ্রিয় ২৫ সেলেব্রেটির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী প্রতারণা এবং আইটি আইনের কয়েকটি ধারায় অভিযুক্ত জনপ্রিয় ২৫ দক্ষিণী তারকা। অভিযুক্তের তালিকায় রয়েছেন ‘বাহুবলী’খ্যাত রানা ডগ্গুবটি, বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী, নেহা পাঠান, ইমরান খান, সুপ্রীতা, নয়নী পাভানি, শোভা শেঠি, পদ্মাবতী, প্রীতি, প্রণীতা, নিধি আগারওয়াল, অনন্যা নাগাল্লার মতো তারকারা।
তারকাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অবৈধ প্ল্যাটফর্ম, জুয়ার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত। প্রকাশ্যে বিজ্ঞাপনের মুখ হয়ে প্রচারে কাজ করছেন। যা সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করছে। কষ্টে অর্জিত অর্থ হারিয়ে অনেক পরিবার হয়ে পড়ছে সর্বস্বান্ত।
সরকারের করা এফআইয়ের প্রতিক্রিয়ায় এখনও কোনো তারকা মন্তব্য করেননি। তবে অভিনেতা প্রকাশ রাজ এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ২০২৫ সালে এমন একটি বিজ্ঞাপনে তিনি না জেনেই অভিনয় করেছিলেন। তবে জানার এক বছর পর সে বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।