spot_img

ক্রোয়াটদের কাছে হেরে কঠিন হলো ফ্রান্সের সেমিস্বপ্ন

অবশ্যই পরুন

উয়েফা নেশন্স লিগের শেষ আটের প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলের হারে সেমির স্বপ্ন কঠিন হলো বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্পেন।

মুখোমুখি লড়াইয়ে ১০ ম্যাচের মাত্র ১টিতে জয়। সেই ক্রোয়েশিয়া ফ্রান্সের বিপক্ষে পেলো নিজেদের দ্বিতীয় জয়। ঘরের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো দলটি। কিন্তু আন্দ্রে ক্রামারিচের দুর্বল স্পটকিক ফিরিয়ে দেন গোলরক্ষক মাইক মিয়া। তবে ২৬ মিনিটে আন্তে বুদিমিরের গোলে ঠিকই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধের শেষ দিকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরিসিচ।

৬ মাস পর ফ্রান্সের হয়ে মাঠে নামা কিলিয়ান এমবাপ্পে ছিলেন নিজের ছায়া হয়েই। বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পাননি এই রিয়াল তারকা। পুরো ম্যাচে গোলের জন্য ১৬টি শট নিয়েও ব্যর্থ হয় ফরাসিরা। বিপরীতে মাত্র ৮টি শট নিয়েই সফল ক্রোয়াটরা।

সর্বশেষ সংবাদ

লাইলাতুল কদরের রাতে যে আমল অবশ্যই করবেন

পবিত্র রমজানে হাজার মাস থেকে উত্তম এক রাত রয়েছে। যে রাতকে লাইলাতুল কদর বলা হয়। এ রাতে ইবাদতের সৌভাগ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ